ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইসরায়েলি বাহিনীর হাতে থমকে গেছে। আন্তর্জাতিক এই মানবিক মিশনে অংশ নিতে আসা সুইডিশ জলবায়ু আন্দোলনের নেত্রী গ্রেটা থুনবার্গসহ শত শত কর্মীকে আটক করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, বহরের একটি নৌকা ছাড়া বাকি সব নৌকা ইসরায়েলি নৌবাহিনী আটক করে এবং সেখানে থাকা সবাইকে নিরাপত্তার স্বার্থে ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়। বিবিসির তথ্যমতে, এই অভিযানে মোট ৪৪৩ জনকে আটক করা হয়েছে। নৌবহরের জাহাজগুলো দখলের সময় ইসরায়েলি বাহিনী জলকামান ব্যবহার করে অনেককে আক্রমণ করে। আটককৃতদের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, সবাই নিরাপদ ও সুস্থ আছেন এবং আটক প্রক্রিয়ায় কোনো জটিলতা সৃষ্টি হয়নি। আটক হওয়ার পরপরই গ্রেটা থুনবার্গসহ সকল কর্মীকে আশোদ বন্দরে স্থানান্তর করা হয়। সেখান থেকে দ্রুতই তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ইসরায়েল দাবি করেছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই অভিযান ‘উস্কানি’ হিসেবে বিবেচিত হয়েছে এবং কোনো নৌকাই ইসরায়েলের ‘বৈধ নৌ অবরোধ’ ভাঙতে বা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশে সফল হয়নি। ত্রাণবাহী বহরের একটি জাহাজ, যেটিতে যান্ত্রিক সমস্যা রয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেটি গাজার উপকূল থেকে কিছুটা দূরে সমুদ্রে অবস্থান করছে। সেটি যদি অবরোধ ভাঙার চেষ্টা করে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এই অভিযানে আন্তর্জাতিক মানবিক উদ্যোগ ও গাজা উপত্যকার অবরোধ নিয়ে আবারো বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। আটককৃত কর্মীদের নিরাপত্তা ও তাদের দ্রুত মুক্তি নিশ্চিত করার দাবি তুলেছেন মানবাধিকারকর্মীরা।