পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামি জাতীয় নির্বাচনকে বানচাল করার কোনো অপশক্তির সক্ষমতা নেই। নির্বাচনের প্রতি জনগণের আকাঙ্ক্ষা ও অংশগ্রহনই তাদের সবচেয়ে বড় শক্তি। তিনি খুলনায় এক মতবিনিময় সভায় এ কথা বলেন। আইজিপি খুলনা বিভাগে চলমান নির্বাচনী প্রস্তুতি পরিদর্শন ও বিভিন্ন ইউনিটের সঙ্গে মতবিনিময় শেষে জানান, অতীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করার প্রত্যয় তারা দৃঢ়ভাবে নিয়েছে। পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনে অতীতের সমালোচনা এড়াতে প্রথমবারের মতো সব ইউনিটকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতা রোধে আইজিপি বলেন, পুলিশ একা নয়, সাধারণ জনগণও তাদের শক্তি। গুজব, মিথ্যা তথ্য ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা নিয়ন্ত্রণে রাখা হয়েছে। পুলিশের ভেতরের পক্ষপাতিত্ব ও অনিয়ম নিয়ে প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, যারা সংশোধনযোগ্য নয় এমন অনিয়মে জড়িত, তাদের নির্বাচনী ডিউটিতে রাখা হবে না। সংশ্লিষ্টদের চিহ্নিত করে নির্বাচনী দায়িত্ব থেকে বাদ দেয়া হবে। সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিশ্চিত করতে আইজিপি বলেন, সাংবাদিকদের কোনো ধরনের বাধা দেওয়া হবে না। বরং তারা স্বাধীনভাবে নির্বাচন সংক্রান্ত সংবাদ প্রকাশে উৎসাহিত হবেন। আইজিপির সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজি, কেএমপি কমিশনারসহ পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী জাতীয় নির্বাচনের নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পুলিশ প্রস্তুত।