সিরিজ সমতায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের অনবদ্য সেঞ্চুরি আর বল হাতে অসাধারণ পারফরম্যান্সে স্বাগতিকরা জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারিয়ে সিরিজ ১-১ এ সমতায় শেষ করেছে। বুধবার ম্যাচের তৃতীয় দিনে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। এখান থেকে দারুণ ব্যাটিংয়ের প্রদর্শনীতে নিজেদের প্রথম ইনিংস ৪৪৪ রানে নিয়ে যায় টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ১২০ রান করেন উদ্বোধনী ব্যাটার সাদমান ইসলাম। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকলেন মেহেদী হাসান মিরাজ। আট নম্বরে ব্যাট করতে নেমে তিনি তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে বড় সংগ্রহে পৌঁছে দেন মিরাজ। জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২২৭ রানে গুটিয়ে গিয়েছিল। ফলে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২১৭ রানের লিড নেয়। এরপর জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি। মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে অসহায় আত্মসমর্পণ করে সফরকারীরা। মিরাজ তুলে নেন ৫ উইকেট, আর তাইজুল নেন ৩ উইকেট। তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে এবং গুটিয়ে যায় মাত্র ১১১ রানে। এই জয়ে বাংলাদেশ ইনিংস ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। দুই দলের মধ্যে সিরিজ শেষ হয় ১-১ সমতায়। মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স এই ম্যাচে বাংলাদেশের জয় নিশ্চিত করার মূল হাতিয়ার হয়ে উঠেছিল। তাঁর ব্যাটিং ও বোলিং নৈপুণ্য ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কেটে গেছে।