ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে জটিলতা কেটে গেছে। হাইকোর্টের ভোট স্থগিতাদেশ স্থগিত হওয়ায় নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ মো. খান।
সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “হাইকোর্টের ভোট স্থগিতের রায়ের পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন আপিল করে। আপিলের প্রেক্ষিতে ওই রায় স্থগিত হয়। এখন আর কোনো বাধা নেই, নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আইনি কার্যক্রম পরিচালনার জন্য ১২ সদস্যের একটি প্যানেল রয়েছে, যাদের মধ্যে শিশির মনিরও অন্তর্ভুক্ত। এই প্যানেলই রিট মোকাবেলায় সহায়তা করেছে বলে জানান তিনি।
ডাকসু নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টির অভিযোগ করে ভিসি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘিরে মিথ্যা ও অবান্তর বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া, নানা বাঁধা ও ষড়যন্ত্র থাকবেই। আইনগতভাবে আমরা সব মোকাবিলা করছি।”
তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “বিতর্ক সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে নির্বাচন সফল করতে হবে। কাউকে অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই প্রশাসন, শিক্ষার্থী এবং রাজনৈতিক অঙ্গনজুড়ে বাড়তি আগ্রহ ও গুরুত্ব তৈরি হয়েছে। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় এই নির্বাচন এখন এক ধাপ এগিয়ে গেল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।