জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। স্বৈরাচার সরকারের সময় নির্যাতিত ক্রীড়া সংগঠকদের নিয়ে গঠিত এই সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তামিমের আহ্বান: যোগ্য ব্যক্তিদেরই বিসিবিতে আসা উচিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক তামিম ইকবাল। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, “ক্রিকেটকে যারা সত্যিকারভাবে বুঝেন, বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার যাদের স্বপ্ন আছে, শুধু তাদেরই বিসিবির দায়িত্বে আসা উচিত।” তামিম তার বক্তব্যে জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রিকেটের অবহেলার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “অনেক জেলায় গিয়ে দেখেছি, সেখানে মানসম্মত ক্রিকেট লিগও হয় না। যারা জেলা বা বিভাগ থেকে বিসিবিতে আসেন, তাদের উচিত নিজেদের এলাকার ক্রিকেটের উন্নতিতে কাজ করা। কিন্তু দুঃখের বিষয়, অনেকেই দায়িত্ব পাওয়ার পর জেলা-বিভাগকে ভুলে যান।” সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নতুন এই ক্রীড়া সংগঠনের মুখপাত্ররা জানান, তাদের প্রধান লক্ষ্য হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে সুষ্ঠু ও স্বচ্ছ নেতৃত্ব গড়ে তোলা। খুব শিগগিরই তারা দেশের ১০টি বিভাগে কমিটি গঠন করবেন এবং পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও সংগঠনটির কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। সংগঠনটি শুধু ক্রীড়া উন্নয়নেই কাজ করবে না, পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করাও তাদের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়াঙ্গনের সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। ভবিষ্যৎ পরিকল্পনা সংগঠনের নেতারা জানান, তারা ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবেন। তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্রীড়াকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে তরুণ প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা। এই সংগঠনের আত্মপ্রকাশ ক্রীড়াপ্রেমী অনেকের মধ্যেই নতুন আশার সঞ্চার করেছে। এখন দেখার বিষয়, তারা কতটা সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করতে পারেন।