সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কয়েকটি আবাসিক হলে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে বিপুল দেশীয় ও ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে এ অভিযান চালায় সেনাবাহিনী।
বিষয়টি নিশ্চিত করে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক জানান, প্রায় তিন ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে অভিযান হয়েছে। এতে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। তবে কেউ আটক হয়নি।