চ্যাম্পিয়নস ট্রফির শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি! সময় যত ঘনিয়ে আসছে, ততই টুর্নামেন্ট নিয়ে জ্যোতিষবিদ্যার চর্চা বাড়ছে। আর এই তালিকায় এবার যুক্ত হয়েছেন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।
মুরালিধরন, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১৩৪৭ উইকেটের মালিক, তিনি মনে করছেন, গতবারের দুই ফাইনালিস্ট—ভারত ও পাকিস্তান—আবার মুখোমুখি হতে চলেছে। তিনি ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, “ফেভারিট তো আছেই, কিন্তু নিশ্চিত করে বলা যায় না কোন দল জিতবে। তবে ভারত ও পাকিস্তান ফেভারিট। ঘরের কন্ডিশনের কারণে পাকিস্তান কিছুটা এগিয়ে। আর ভারতও এমন কন্ডিশনে খেলা শীর্ষ দল।”
২০১৭ সালের টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এবার, দুই চিরপ্রতিদ্বন্দ্বী গ্রুপ পর্বেও মুখোমুখি হচ্ছে। ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের ফাইনালের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন শোয়েব আখতারও।
বিশ্বের দ্রুততম গতির বোলার শোয়েব জানিয়েছেন, “গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হারলেও ভারত ফাইনালে খেলবে।” তিনি আরও বলেন, “আশা করি, ২৩ ফেব্রুয়ারি ভারতকে হারাবে পাকিস্তান। তবে এটাও বিশ্বাস করি, ভারত ও পাকিস্তান টুর্নামেন্টের ফাইনালেও খেলতে পারে।”
এখন প্রশ্ন হলো, এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে কে শেষ হাসি হাসবে? চ্যাম্পিয়নস ট্রফির উত্তেজনা কি সত্যিই তাদের মধ্যে নতুন ইতিহাস রচনা করবে? সময়ই বলবে!