বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ প্রকাশ করেছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা, যা আগামী এক বছরের (১ জানুয়ারি-৩১ ডিসেম্বর) জন্য নির্ধারিত। ২২ জন ক্রিকেটার এই চুক্তিতে জায়গা পেয়েছেন, তবে এই তালিকায় এককথায় আছেন না সাকিব আল হাসান—যিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম প্রধান স্তম্ভ।
অন্যদিকে, বিসিবি ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদকে। জানা গেছে, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে রিয়াদের নিজস্ব অনুরোধ—তিনি চেয়েছিলেন যে, তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা না হোক। তাই, ২০২৫ সালের মার্চ থেকে তিনি বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে চলে গেছেন। আরেক অভিজ্ঞ ব্যাটার, মুশফিকুর রহিম, যিনি সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, এবার ‘বি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন। যদি তিনি ওয়ানডে থেকে অবসর না নিতেন, তবে হয়তো ‘এ’ ক্যাটাগরির বেতনই পেতেন। তবে, মার্চ পর্যন্ত তাকে ‘এ’ ক্যাটাগরির বেতন দেওয়া হবে।
সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তাঁর মাসিক পারিশ্রমিক ১০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে তিন ক্রিকেটার আছেন, যারা পাচ্ছেন ৮ লাখ টাকা মাসিক বেতন। এই তালিকায় রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস।
‘বি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ৭ জন ক্রিকেটার, যাঁদের মাসিক পারিশ্রমিক ৬ লাখ টাকা। তাঁরা হলেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
এছাড়া, ‘সি’ ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদী, যাদের মাসিক বেতন ৪ লাখ টাকা।
সবশেষে, ‘ডি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন দুই ক্রিকেটার—নাসুম আহমেদ এবং খালেদ আহমেদ। তাদের মাসিক পারিশ্রমিক ২ লাখ টাকা।