বাসে আগুন, অগ্নিসন্ত্রাস ও লাশের রাজনীতি নিয়ে সোহেল তাজের মন্তব্য রাজধানীতে সাম্প্রতিক সময়ের বাসে আগুন, অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও লাশের রাজনীতির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। নিজের ফেসবুক ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব ঘটনার নেপথ্য কারা, সে প্রশ্ন তুলেছেন এবং বইয়ের উদাহরণ দিয়ে তা বুঝে নেওয়ার আহ্বান জানিয়েছেন।সোহেল তাজ লিখেন, “অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আর সত্যি কথা বললে যদি গালি খেতে হয় তাহলে কি আর করা।” তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশে হত্যা, গুম, খুন, দুর্নীতি, টাকা পাচার, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ধ্বংসের মতো ঘটনা ঘটেছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ভোটাধিকার হরণ এবং দেশের স্বার্থ বিসর্জন দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, এমনকি দেশের ছাত্র ও জনতার ওপর গণহত্যার মতো ঘটনাও ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। এসব বিষয়ে প্রতিবাদ করলে এবং সত্য কথা বললে গালি শুনতে হয় বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি।পোস্টে সোহেল তাজ আরও লেখেন, “সবাই একটু কষ্ট করে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর ‘আমার ফাঁসি চাই’ এবং ‘অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী’ বই দুটি পড়লেই বুঝবেন, বাসে আগুন, অগ্নিসন্ত্রাস, ককটেল এবং লাশের রাজনীতি আসলে কার প্রিয়।”তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনের দায়-দায়িত্ব নির্ধারণ ও ইতিহাস জানতে বইয়ের দিকে নজর দেওয়ার আহ্বান গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।