জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন সামাজিক সহায়তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন। ক্ষমতায় এলে এই কার্ডের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবার নিয়মিত আর্থিক ও খাদ্য সহায়তা পাবে বলে তিনি জানান। ফ্যামিলি কার্ডে থাকবে গৃহকর্ত্রীর নাম, একটি ইউনিক নম্বর, মেয়াদ ও স্ক্যানযোগ্য চিহ্ন, যা পরিবারভিত্তিক সামাজিক সহায়তা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করবে। ধাপে ধাপে চার কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। প্রত্যেক পরিবার মাসে আড়াই হাজার টাকা সহায়তা পাবেন, যা নগদ বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনার জন্য ব্যবহার করা যাবে। তারেক রহমান বলেন, এই সহায়তা পরিবারের সঞ্চয় বৃদ্ধি করবে এবং সঞ্চয় থেকে সন্তানদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় ব্যয় করা সম্ভব হবে। গ্রামীণ নারীরা চাইলে এই অর্থ ক্ষুদ্র বিনিয়োগেও ব্যবহার করতে পারবেন, যা পরিবারে অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করবে। কার্ড গৃহকর্ত্রীর নামে ইস্যু করা হবে এবং এটি গ্রাম থেকে শুরু করে শহরের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার পর্যন্ত পৌঁছানো হবে। তিনি আশা প্রকাশ করেন, যাদের প্রয়োজন নেই তারা কার্ড ফিরিয়ে দেবেন। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, পডকাস্টের মাধ্যমে তারেক রহমান দেশের মানুষের সামনে বিএনপির দর্শন, চিন্তা ও পরিকল্পনা তুলে ধরছেন। পাশাপাশি কৃষক কার্ড, পরিবেশ সুরক্ষা, ক্রীড়া ও যুব উন্নয়নসহ অন্যান্য কর্মসূচিও প্রকাশ করা হবে।