রংপুর বিভাগে জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা জোরদার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় প্রায় তিন হাজার সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। রংপুর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শফিকুর রহমান জানান, মোট ২৬টি বেজ ক্যাম্পে ৭৪টি প্লাটুন মোতায়েন রয়েছে, যা নির্বাচনী এলাকায় টহলদারি, চেকপোস্ট পরিচালনা, তল্লাশি এবং প্রয়োজনীয় সময়ে অভিযান পরিচালনা করবে। প্রায় ৬০০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েনের প্রস্তুতি নেয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহারও বৃদ্ধি পেয়েছে; ড্রোন, বডিওর্ন ক্যামেরা ও সিসিটিভি নজরদারি মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রম সরাসরি মনিটর করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থানে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তেও ৪,৪২৭ কিলোমিটার এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ও কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে বিজিবির সমন্বয়ক টিম প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করছে। বিজিবি জানায়, তারা জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।