কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না রিয়াল মাদ্রিদ সমর্থকদের। তবে রিয়ালে এসে এখনও নিজের ছায়া হয়ে রয়েছেন এই ফরাসি তারকা। চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে করেছে পেনাল্টি মিস। আর সেটা কাজে লাগিয়ে ১৫ বছর পর লস ব্লাঙ্কোদের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। রিয়ালকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা।
বুধবার (২৭ নভেম্বর) রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রথমার্ধে গোলের দেখা পায়নি লিভারপুল। দাপুটে ফুটবল খেলেও বল জালে জড়াতে পারেনি তারা। ৬২ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলে ১৭টি শট করে লিভারপুল। যার ৭টি ছিল অন টার্গেটে।
প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় স্বাগতিকরা। ম্যাচের ৫২ মিনিটে ডেড লক ভাঙেন ম্যাক অ্যালিস্টার। বক্সে ঢুকে ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শটে বল জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার।
ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। তবে সেখান থেকে বল জালে জড়াতে ব্যর্থ হয় এমবাপ্পে। দুর্বল স্পট-কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক কুইভিন কেলেহার।
এর ১০ মিনিট পরে সালাহকে ফেরল্যান্ড মেন্ডি বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় লিভারপুল। কিন্তু বাইরে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান মিশরীয় ফরোয়ার্ড। এরপর ম্যাচের ৭৬ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় লিভারপুল। রবার্টসনের ক্রসে বক্সে লাফিয়ে হেডে বল জালে জড়ান কোডি হাকপো।
আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। সেই সঙ্গে ১৫ বছর পর রিয়ালের বিপক্ষে অধরা জয়ের দেখা পায় ইংলিশ জায়ান্টরা। সবশেষে ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছিল লিভারপুল।