প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২১ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে নারী ভোটারের অতিরিক্ত সংখ্যা কমিয়ে আনা হয়েছে, যাতে ভোটার তালিকা আরও ভারসাম্যপূর্ণ হয়। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিইসি জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, মৃত ভোটারদের অপসারণ করা হয়েছে এবং ভোটার তালিকার অসঙ্গতি দূর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করার জন্য ইতিমধ্যেই অনেক দূর এগিয়েছে কমিশন। নয়টি আইন সংশোধনের প্রক্রিয়া চলছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে সহায়ক হবে। সিইসি আশ্বাস দেন, এবারের নির্বাচনে সব ভোটার যেন ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা একটি বড় মাইলফলক হবে। অতীতে রিটার্নিং অফিসাররা ভোট দিতে পারতেন না, এবার তাদেরও সেই অধিকার দেওয়া হবে। একইভাবে ভোটগ্রহণ কর্মকর্তা, সরকারি কর্মচারী এমনকি আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও ভোট দিতে পারবেন। তার ভাষায়, “সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় বেশিরভাগ প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সংস্কার কমিশনের আলোচনায় গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে, কোনো গ্যাপ থাকলে আমরা তা পূরণ করবো।” এই ঘোষণা নির্বাচনের প্রস্তুতি নিয়ে জনমনে যে সংশয় আছে, তা দূর করার এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।