শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টাকে শাহবাজ শরিফের পাকিস্তান সফরে আমন্ত্রণ বিমানবন্দরে অগ্নিকাণ্ড: ফরেনসিক তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা, দেশজুড়ে আগুন-নিরাপত্তা সপ্তাহ ঘোষণা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপির প্রতিনিধিদল! দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিকাণ্ড: তদন্তে কোর কমিটি গঠন! কী আছে জুলাই সনদের অঙ্গীকারনামায়? এইচএসসি ফলাফলে বিস্মিত সবাই, শিক্ষার প্রকৃত সংকটে দায় এড়াতে পারে না শিক্ষা মন্ত্রণালয়: শিক্ষা উপদেষ্টা মিরপুর অগ্নিকাণ্ড: শনাক্ত সাতজনের মরদেহ নিয়ে স্বজনদের দাবি এনসিপি প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত নেবে ইসি :কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্ক হয়ে দেশে ফিরছেন শহিদুল আলম শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নয়, নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি!

ভারত-চীনের সেনারা লাদাখে মুখোমুখি অবস্থান থেকে সরে যাবে

bornomalanews
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ Time View

ভারতের লাদাখের দেপসাং এবং দেম্পচকে মুখোমুখি অবস্থান থেকে সরে যাবে ভারত ও চীনের সেনারা। ২০২০ সালের এপ্রিলে দুই দেশের সেনারা যে অবস্থানে ছিল আগামী মঙ্গলবারের মধ্যে তারা সেখানেই ফিরে যাবে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) ভারতীয় সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

সেনারা সরে যাওয়ার পাশপাশি অস্থায়ী অবকাঠামো— শেড অথবা তাঁবুও সরিয়ে নেওয়া হবে। অপরদিকে গ্রাউন্ড কমান্ডাররা নিয়মিত বৈঠক করবেন।

একটি সূত্র জানিয়েছে, দুই পক্ষই দেপসাং এবং দেম্পচকে নজরদারি চালাতে পারবে। যদি কোনো দেশের সেনারা টহল দিতে যায় তাহলে আগে থেকে জানাবে যেন কোনো ধরনের ‘ভুল বোঝাবুঝি’ না হয়।গত সপ্তাহে চীনের সঙ্গে শুধুমাত্র এই অঞ্চলের জন্য পেট্রলিং চুক্তিতে রাজি হয় ভারত। এরমাধ্যমে গত চার বছর ধরে চলা লাইন অব একচুয়াল কন্ট্রোল (এলএসি) নিয়ে চলা উত্তেজনা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

২০২০ সালের মে মাসে পেংকং লেকে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অপরদিকে জুনে লাদাখের গালওয়ানে বড় ধরনের সংঘর্ষ হয়। এতে মর্মান্তিকভাবে ২০ ভারতীয় সেনা প্রাণ হারান।

এরপর দুই দেশই অঘোষিত আন্তর্জাতিক সীমান্ত এলএসিতে সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করে। গত বছরের আগস্টে এক প্রতিবেদনে জানা যায় ভারত ৭০ হাজার সেনা, ৯০টি ট্যাংক এবং কয়েকশ সামরিক যান বিমানে করে পূর্ব লাদাখে নিয়ে গেছে। এছাড়া সেখানে সুখোই ও  জাগুয়ার যুদ্ধবিমান মোতায়েন করে তারা।

এর জবাবে চীনও পূর্ব লাদাখ এবং উত্তর ফ্রন্টে বিপুল সেনা মোতায়েন করে। গত সপ্তাহে ভারতীয় সেনাপ্রধান জানান, চীনের ওপর তারা পুনরায় বিশ্বাস স্থাপনের চেষ্টা করছেন। অর্থাৎ চীনকে বিশ্বাস করে মুখোমুখি অবস্থান থেকে সেনাদের সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 bornomalanews24.com
themesba-lates1749691102