যুক্তরাষ্ট্রে বিরল ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দিয়েছে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। হারিকেন হেলেনের তাণ্ডবের পর এ ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দিয়েছে।
সম্প্রতি সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বিরল ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়ার (ভিব্রিও ভালনিফিকাস) সংক্রমণ দেখা দিয়েছে। ফ্লোরিডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালে এ ব্যাকটেরিয়ার ৭৪টি সংক্রমণ চিহ্নিত হয়েছে। যেখানে ২০২৩ সালে ৪৬ জনের সংক্রমণ ও ১১ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ভিব্রিও ভালনিফিকাস উষ্ণ, লোনাযুক্ত সমুদ্রের পানিতে প্রাকৃতিকভাবে জন্মে, যা বেঁচে থাকার জন্য লবণের প্রয়োজন হয়।
কর্তৃপক্ষ বিরল এ ব্যাকটেরিয়ার জন্য হারিকেন হেলেনের ঢেউকে দায়ী করেছেন। এ হারিকেনটি গত মাসে ফ্লোরিডায় ভয়াবহ আঘাত হানে। এতে মারাত্মক বন্যা এবং ভূমিধস দেখা দেয়। এর ফলে পশ্চিম উত্তর ক্যারোলিনা বিধ্বস্ত হয়ে পড়ে। সেখানে প্রায় ১০০ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, ২০২৪ সালে সাইট্রাস, হার্নান্দো, হিলসবরো, লি, পাসকো, পিনেলাস এবং সারাসোটা কাউন্টি হারিকেন হেলেনের প্রভাবের কারণে এ ব্যাকটেরিয়ার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে।
ফ্লোরিডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ভিব্রিও ভালনিফিকাস সাধারণত উপকূলের পানিতে পাওয়া যায়। এর ফলে ক্ষতগুলি দূষিত জলের সংস্পর্শে আসলে অসুস্থতার কারণ হতে পারে। লোনা এবং নোনা জলের পরিবেশে ভারি বৃষ্টিপাত এবং বন্যার পরে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়তে পারে।