উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (২২ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং হতাহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে বিএনপির কার্যালয়ে সকালেই কালো পতাকা উত্তোলন করা হয় এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। সকালেই জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে দলের কার্যালয়ের সামনে আহতদের জন্য রক্তদান কর্মসূচি শুরু হয়, যেখানে যুবদলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রক্তদান করেন। বিশেষ দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে দলের স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, “সবাই আমরা শোকাহত, এই শোকের সান্ত্বনা জানানোর কোনো ভাষা নাই। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। মৃত্যু মনে হয় ২৭ ছাড়িয়েছে। যারা বেঁচে থাকবে তারাও সুস্থ জীবনযাপন করতে পারবে না। এই শিশুরা মরে গেলো, ওদের মা-বাবার চোখের জল কী দিয়ে পূরণ করব?” গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “আমরা সারাদেশে শোক পালন করছি। আমরা মাসব্যাপী বছরব্যাপী যদি শোক পালন করি, আমরা তো তাদের ফেরত পাব না। আমরা অন্তরের অন্তরস্থল থেকে সারা দেশবাসী ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাদের আত্মা শান্তি কামনা করি। তাদের শোকসন্তপ্ত মা-বাবাকে শোক সহ্য করার শক্তি সৃষ্টিকর্তা দিন।” তিনি প্রশ্ন তোলেন, “একটা প্রশিক্ষণ বিমান, তাও ফাইটার বিমানের প্রশিক্ষণ, কেন এমন জনবসতিপূর্ণ শহরে হয়?” গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ জনগণ ছাড়া অন্য জায়গায় হয়, কিন্তু কেন ঢাকা শহরের জনবসতিপূর্ণ এলাকায় এই প্রশিক্ষণ হলো?” দোয়া মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, জাসাসের হেলাল খান, জাকির হোসেন রোকন, ছাত্র দলের রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। এই দোয়া মাহফিলের মাধ্যমে বিএনপি নিহত ও আহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।