রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোকে তাগিদ দিয়েছেন, জুলাই মাসের মধ্যে সংস্কার প্রশ্নে ঐকমত্যে পৌঁছানোর জন্য আর মাত্র ১০ দিন বাকি আছে। তিনি বলেন, “যেটা আমাদের বাধ্যবাধকতা বলে মনে করি, সেখানে পৌঁছাতে হলে আজকেসহ আগামী ১০ দিনের মধ্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।” সোমবার (২১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ষোড়শ দিনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার সুযোগ এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলী রীয়াজ বলেন, “আপনাদেরকে বলতে হবে যে, এই জায়গায় একমত হচ্ছি অথবা হচ্ছি না। আমরা যেহেতু প্রথম থেকেই নোট অব ডিসেন্টের ব্যবস্থা রেখেছি, কেউ কেউ যদি দ্বিমত পোষণ করেন, সেটা পারবেন।” তিনি উল্লেখ করেন, “দ্বিকক্ষ বিশিষ্ট (সংসদ) হবে কি, হবে না সেটা আপনাদের মতামতের প্রেক্ষিতে কমিশন বিবেচনা করছে।” তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংশোধিত সমন্বিত প্রস্তাবে অধিকাংশ দল একমত জানিয়ে তিনি বলেন, “কিছু কিছু খুঁটিনাটি বিষয়ে হয়ত আপনাদের কিছু পরামর্শ থাকতে পারে। আমরা সেজন্য অনুরোধ করেছি আজকের মধ্যে আপনারা পরামর্শগুলো সংগঠিত করে আমাদের দিলে আগামীকাল সেটা উত্থাপন করে সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা হবে।” আলী রীয়াজ আরও বলেন, “গণতন্ত্রের জন্য সংগ্রামের কথা তুলে ধরে আমরা চেষ্টা করেছি একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার। সেই সংগ্রাম অব্যাহত আছে।” তিনি গত বছরের রক্তপাত এবং প্রাণনাশের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “সেখান থেকে পিছাবার কোনো উপায় নেই, সেগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই।” তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান, আগামী ১০ দিনের মধ্যে এক জায়গায় উপনীত হতে এবং জাতীয় সনদ তৈরি করতে। কমিশনের সদস্যদের উপস্থিতিতে এই সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। আলী রীয়াজের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা জরুরি, এবং এই প্রক্রিয়ায় সকলের সহযোগিতা প্রয়োজন।