সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তা করার অনুমতি পেলেন ৯ আইনজীবী। এই অনুমতির পর বাদীর ব্যক্তিগত খরচে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরসহ ৯ আইনজীবীর এই মামলা পরিচালনায় আর কোনো বাঁধা থাকল না।
মঙ্গলবার (১ অক্টোবর) মামলার বাদী মেহেরুন রুনির ভাই নওশের আলী রোমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) একই আদালতে আইনজীবী নিয়োগের আবেদন করেন মামলার বাদী নওশের আলী রোমান। আবেদনে বলা হয়, মামলার ভিকটিম সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে অজ্ঞাতপরিচয়ের আসামিরা ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করে। দীর্ঘ ১২ বছর অতিবাহিত হওয়ার পরও মামলায় কোনো প্রকার অগ্রগতি নেই। ফলে মামলাটি দ্রুত নিষ্পত্তির ও ন্যায় বিচারের স্বার্থে রাষ্ট্র পক্ষের প্রসিকিউটরকে সহায়তার জন্য বাদী পক্ষ নিজ খরচে আইনজীবী নিয়োগ করার অনুমতি প্রার্থনা করে। শিশির মনির ছাড়াও অন্য আইনজীবীরা হলেন : মুজাহিদুল ইসলাম, মিজানুল হক, মোস্তফা জামাল, আবু রাসেল, মহিউদ্দিন, আব্দুল্লাহ আল ফারুক, ইকবাল হোসেন ও মোত্তাকিন হোসাইন। আলোচিত এই মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি ৮ জন।প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নির্মমভাবে খুন হন।