ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা ও প্রতিষ্ঠার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে নতুন প্লাটফর্ম গঠন করা হয়েছে।
সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতুকে আহ্বায়ক এবং সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ফাহমিদা ফাইজাকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া প্লাটফর্মের মুখপাত্র হিসেবে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার ও যুগ্ম-আহ্বায়ক হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রুদ্র মোহাম্মদ সফিউল্লাহ দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশিদ জিতু বলেন, গণঅভ্যুত্থানের চেতনাকে রক্ষা ও প্রতিষ্ঠা করার জরুরিয়ত সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মত ও পথের শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে একই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। তাই বৃহত্তর পরিবর্তনের জন্য সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তার প্রেক্ষিতে জুলাই অভ্যুত্থানের চেতনাকে রক্ষা ও প্রতিষ্ঠার জন্য ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে আমরা একত্রিত হয়েছি। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব এবং একইসঙ্গে তার লাগামও টেনে ধরবো।
মুখপাত্র ইমরান শাহরিয়ার বলেন, বর্তমানে দেখতে পাচ্ছি, অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের চেতনা লালন করতে পারছে না। এ সংকট সরকারের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় অংশীজন কর্তৃক সৃষ্ট। ফ্যাসিবাদের দোসররা ভেতরে ও বাইরে থেকে সরকারকে এই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত করতে বাঁধা প্রদান করছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে সরকারের সদিচ্ছার অভাব ও গাফলতি এ সংকট বাড়িয়ে দিয়েছে। এতে ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসিত হচ্ছে। নতুন বাংলাদেশে জন-মানুষের জীবন ও জীবীকার নিরাপত্তা দিন দিন হ্রাস পাচ্ছে। যে সংস্কারগুলো আমরা আশা করেছিলাম সেসব সাংবিধানিক-প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোতে দীর্ঘসূত্রতা দেখা দিচ্ছে।