জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে তাদের জন্য ‘শাপলা’ প্রতীক বরাদ্দের দাবিতে অনড় রয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় দলটি এ প্রতীক পাবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। মঙ্গলবার ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘শাপলা’ প্রতীক ইসির তালিকাভুক্ত নয়, ফলে তা সরাসরি বরাদ্দের সুযোগ নেই। আগামী ১৮ অক্টোবরের মধ্যে এনসিপি যদি বিকল্প প্রতীক বেছে না নেয়, তাহলে কমিশন নিজেই প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এনসিপি এই বিষয়ে একাধিকবার কমিশনের সঙ্গে বৈঠক করেছে এবং চিঠি দিয়েছে। দলটির নেতারা প্রতীক না পেলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন, এমনকি নির্বাচনে অংশগ্রহণ নিয়েও পুনর্বিবেচনার কথা বলেছেন। এদিকে, নির্বাচনি পরিবেশে স্বচ্ছতা আনতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার দুদকে রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক) আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান আরও জানান, আওয়ামী লীগ সরকারের মেয়াদে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশের সর্বনাশের চেষ্টা করেছিলেন। এসব ঘটনায় দুদক নির্ভয়ে এবং ভয়ভীতিহীনভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। তিনি দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে নির্বাচন ও প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। নির্বাচনের আগে এনসিপি’র প্রতীক সংকট ও দুর্নীতিবিরোধী অবস্থান দুদককে ঘিরে রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। সামনে দিনগুলোতে এসব বিষয়ে কমিশনের সিদ্ধান্ত ও কার্যক্রম নজরকাড়া হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।